গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ড্রামট্রাকের চাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। আজ রোববার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর বয়স আনুমানিক ৪০ বছর।
একজন পথচারী বলে জানিয়েছেন পুলিশ।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে আজকের পত্রিকাকে বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ড্রামট্রাক ওই নারীকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম পরিচয় পাওয়া যায়নি।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, নারীর পরিচয় শনাক্তের জন্য কাজ করছে পুলিশ। তবে ড্রামট্রাক এবং ঘাতক চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।