হোম > সারা দেশ > ঢাকা

১৭ দিন পর পুরোপুরি চালু জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

দুই সপ্তাহের বেশি সময় পর আজ শনিবার পুরোদমে চিকিৎসা শুরু করেছে সরকারের বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। এক সংঘর্ষের জেরে গত ২৮ মে থেকে চিকিৎসা সেবা বন্ধ হয়েছিল প্রতিষ্ঠানটিতে।

আজ শনিবার সকাল ৮টা থেকে বহির্বিভাগ, আন্তবিভাগসহ হাসপাতালের সব কার্যক্রম শুরু হয়েছে। অস্ত্রোপচারও শুরু হয়েছে বলে জানা যায়। ফটকে পুলিশ, র‍্যাব, আনসার ও হাসপাতালের নিরাপত্তাকর্মীরা অবস্থান নিয়েছেন। দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে রোগীর চাপ বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনে আহত চিকিৎসাধীন ব্যক্তিদের সঙ্গে হাসপাতালের কর্মী, সাধারণ রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে সংঘর্ষের পর গত ২৮ মে থেকে হাসপাতালটির সেবা বন্ধ হয়। এরপর থেকে নিরাপত্তার দাবিতে হাসপাতালে আসা বন্ধ রাখেন চিকিৎসক, কর্মচারীরা। গত ৪ জুন থেকে সীমিত পরিসরে জরুরি সেবা এবং গত বৃহস্পতিবার থেকে বহির্বিভাগ সেবা পুনরায় চালু হলেও অন্যান্য সব সেবা বন্ধ ছিল।

প্রতিষ্ঠানটির পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. জানে আলম গণমাধ্যমকে জানিয়েছেন, সব সেবা পুরোপুরি চালু হয়েছে। কোনো সেবা বন্ধ নাই। স্বাভাবিক নিয়মে যেভাবে চলার কথা সেভাবেই চলছে।

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে