হোম > সারা দেশ > মানিকগঞ্জ

গণপরিবহন বন্ধ থাকায় বিপাকে হরিরামপুরের গার্মেন্টসকর্মীরা

প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের হরিরামপুর আন্ধারমানিক এবং ঝিটকা থেকে ট্রাক, পিকআপ, অটো বাইক, টেম্পোতে করে তিনগুণ বেশি ভাড়া দিয়ে কর্মক্ষেত্রে ফিরছে গার্মেন্টসকর্মীরা। গণপরিবহন বন্ধ থাকায় কর্মক্ষেত্রে যেতে দুর্ভোগে পড়েছেন তাঁরা। উপজেলার চরাঞ্চলের ৩টি ইউনিয়নের গার্মেন্টসকর্মীরা ট্রলারে করে ঘাটে এসেছেন। সেখান থেকে হ্যালোবাইক, টেম্পো, অটোতে করে তিন গুন ভাড়া বেশি দিয়ে কর্মস্থলে ফিরছেন।

গার্মেন্টস কর্মীরা জানান, ভাড়া বেশি হলেও কর্মক্ষেত্রে ফিরতে হবে। গার্মেন্টসকর্মীদের জন্য হলেও কিছু পরিবহন ছাড়া উচিত।

মানিকনগর এলাকার হানিফ নামে এক যাত্রী জানান, গাজীপুরের টঙ্গীর তাজ প্যাকেজিংয়ে চাকরি করে তিনি। এক ঘণ্টা ধরে ঝিটকার হরিরামপুর মোড়ে অটো বাইক, হ্যালো বাইক ও টেম্পোর জন্য অপেক্ষা করছেন। কিন্তু কোন গাড়ি পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও ঝিটকা থেকে মানিকগঞ্জ বেউথা এলাকার ৪০ টাকার ভাড়া টেম্পো মালিক চাচ্ছেন জনপ্রতি ১৫০ করে।

রফিকুল নামের আরেক যাত্রী বলেন, কাল থেকে অফিস খোলা। তাই যেভাবেই হোক ঢাকায় যেতেই হবে। ঝিটকাতে এক ঘণ্টা ধরে বসে আছি। অটো, সিএনজি কিছুই পাচ্ছি না। দু'একটা অটো আসলেও ভাড়া তিনগুণ বেশি চাচ্ছেন।

দেবা নামক হ্যালোবাইক চালক বলেন, যাত্রীর অনেক চাপ। হ্যালোবাইকে কম লোক নিয়ে যাব। তাই ভাড়া বেশি নিচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ভাড়া বেশি নেওয়ার বিষয়টি আমার জানা নেই। খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল