হোম > সারা দেশ > ঢাকা

বিএডিসিতে কৃষি নীতিমালা বাস্তবায়নসহ ৯ দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৯ দাবিতে বিএডিসিতে অনিয়মিত শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করাসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছেন অনিয়মিত শ্রমিকেরা। আজ শনিবার (২৪ মে) সকালে সারা দেশ থেকে আসা শ্রমিকেরা বিএডিসি কার্যালয়ের সামনে অবস্থান করেন। পরে তাঁরা সংস্থাটির চেয়ারম্যান রুহুল আমিন খানের বরাবর একটি স্মারকলিপি দেন।

আন্দোলনরত শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে—কৃষি মন্ত্রণালয়ের জারি করা কৃষি নীতিমালা ২০১৭-এর বাস্তবায়ন, অনিয়মিত শ্রমিক থেকে নিয়মিতকরণ ও নিয়োগ প্রদান, শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, কাজের নির্ধারিত সময় বেঁধে দেওয়া এবং অতিরিক্ত সময় কাজের জন্য বাড়তি পারিশ্রমিক, বিনা কারণে চাকরিচ্যুতি বন্ধ করা, বৈষম্যবিহীন কর্মপরিবেশ-অধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা, নারী শ্রমিকদের বেতন-ভাতাসহ মাতৃত্বকালীন ছুটি চার মাস নিশ্চিত করা, মৌসুমি শ্রমিক নামক ‘প্রহসন’ থেকে মুক্তিসহ অবৈধ শ্রমিক ম্যানুয়েল বাতিল করা।

৯ দাবিতে বিএডিসিতে অনিয়মিত শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

আন্দোলনরত শ্রমিকের জানান, ২০১৭ সালের জারি করা কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা অনুযায়ী অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করার বিধান রয়েছে। তবে দীর্ঘ ৮ বছরেও শ্রমিকদের নিয়মিত করা হয়নি। অথচ এই সময়ের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, পাট গবেষণা ইনস্টিটিউট এবং অন্যান্য প্রতিষ্ঠান শ্রমিকদের নিয়োগ দেওয়া হচ্ছে।

এদিকে এ আন্দোলনের প্রধান সমন্বয়ক মো. জুনায়েদসহ ১০ সদস্যের একটি প্রতিনিধিদল চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন।

জুনায়েদ সাংবাদিকদের বলেন, ‘চেয়ারম্যান আমাদের দাবির বিষয়ে কোনো সমাধান দেয়নি। তিনি বলেছেন, ‘‘এ বিষয়ে মন্ত্রণালয়ে কথা বলবেন।’’ আমাদের এ কর্মসূচি অনির্দিষ্ট সময় পর্যন্ত চলবে, যতক্ষণ এ বিষয় সুরাহা না হবে। সঙ্গে আমাদের সকল শ্রমিকের কর্মবিরতি থাকবে।’

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস