হোম > সারা দেশ > ঢাকা

বিজয়নগরে পুলিশ-আন্দোলনকারীদের মধ্য সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক কয়েকটি দলের সমাবেশকে ঘিরে রাজধানীর পল্টন থেকে বিজয়নগর এলাকা রণক্ষেত্রে রূপ নিয়েছে। বিএনপি, গণ অধিকার, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোটের নেতা-কর্মীরা একসঙ্গে অবস্থান নিয়ে পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়ে মারছে। অন্যদিকে পুলিশ তাদের সরিয়ে দিতে রাবার বুলেট ছুড়ছে। বেলা ২টা নাগাদ এই সংঘর্ষের শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, বিএনপি, গণ অধিকার, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোটের নেতা-কর্মীরা লাঠিসোটা হাতে অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগ নেতা-কর্মী সন্দেহে কয়েকজনকে মারধর করেছেন তাঁরা। এই সংঘর্ষে দু-তিনজন গুরুতর আহত হয়েছেন বলে দেখা গেছে।

রাজধানীতে আজ ভিন্ন ভিন্ন স্থানে সমাবেশের আয়োজন করেছে একাধিক রাজনৈতিক দল ও জোট। বেলা ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ, একই সময়ে নয়াপল্টনে সরকারপতনের এক দফা দাবিতে বিএনপির সমাবেশ। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে রাজধানীর আরামবাগে মহাসমাবেশ করছে জামায়াতে ইসলামী। 

অন্যদিকে গণতন্ত্র মঞ্চ বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে, ১২-দলীয় জোট বেলা ২টায় বিজয়নগর পানির ট্যাংক মোড়ে, জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ২টায় পল্টনের আলরাজী কমপ্লেক্সের সামনে, মতিঝিলের নটর ডেম কলেজের উল্টো দিকে গণফোরাম ও পিপলস পার্টি দুপুরে সমাবেশ করবে বলে জানিয়েছে।

এ ছাড়া এলডিপি বেলা ৩টায় কারওয়ান বাজার এফডিসিসংলগ্ন এলাকায়, বেলা ১১টায় বিজয়নগরে বিজয়-৭১ চত্বরে এবি পার্টি, বিজয়নগর পানির ট্যাংকের মোড়ে গণ অধিকার পরিষদ (নুরুল হক), বেলা ৩টায় পুরানা পল্টন কালভার্ট রোডে গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া), দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাব মোড়ে গণতান্ত্রিক বাম ঐক্য, বেলা ৩টায় মালিবাগ মোড়ে এনডিএম ও বিকেল ৪টায় পুরানা পল্টন মোড়ে লেবার পার্টির সমাবেশ। এসব সমাবেশ ঘিরে রাজধানীর কয়েকটি জায়গায় নেতা-কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার