হোম > সারা দেশ > ঢাকা

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে ঢাবিতে ছাত্রীদের বিক্ষোভ

ঢাবি সংবাদদাতা

রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

দেশে ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ধর্ষকদের বিচার নিশ্চিতের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীরা প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।

বিক্ষোভ সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরমুখী সড়কে প্রতিবাদ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় ‘ধর্ষকদের মৃত্যুদণ্ড, কার্যকর করতে হবে’ সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষার্থী কুবরাতুল আন কানিজ বলেন, ‘একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছি। তারপর আমরা কী দেখতে পেয়েছি? আজ ঘরে বাইরে কোথাও নারীদের নিরাপত্তা নেই। শহীদ মিনারে ফুল বিক্রি করতে গিয়ে চার বছরের শিশু পর্যন্ত ধর্ষণ হয়। চলন্ত বাসে নারীরা নিপীড়নের শিকার হয়। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো পদক্ষেপ নেয় না। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে চাই, চাচা রাজু ভাস্কর্যে এত মানুষ কেন, আর নারীদের নিরাপত্তা কোথায়?’

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরেফা খাতুন বলেন, ‘গণঅভ্যুত্থানের এতদিন পর এসে নিরাপত্তা নিয়ে কথা বলতে লজ্জা লাগে। আমাদের অভ্যুত্থান রাষ্ট্রের প্রত্যেকটি কাঠামোর পরিবর্তনের উদ্দেশ্যে ছিল। কেবল রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন এসেছে, সামগ্রিক কাঠামোর পরিবর্তন হয়নি। গত ৭২ ঘণ্টায় যে পরিমাণ ধর্ষণের কথা শুনেছি, তাতে মনে হয় এ সরকার আসলে কোনো কাজই করে না।’

আশরেফা খাতুন আরও বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র কাঠামোয় বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। দুখঃজনক বিষয় হচ্ছে আমরা বারবার সরকারকে এগুলো মনে করিয়ে দেওয়ার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয় না। আমরা চাই আমাদের রাষ্ট্রযন্ত্র আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং ধর্ষকদের শাস্তি নিশ্চিত করবে।’

দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলাম বলেন, ‘দেশে নারীদের নিরাপত্তা নেই। দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার চরম অবনতি হয়েছে। নতুন বাংলাদেশে আমরা এমনটাই কি আশা করেছি? উপদেষ্টারা সবাই ঘুমাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করছে।’

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস