হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের বাড়িতে হামলা-ভাঙচুর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তের বাড়ির সামনে এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্তকে আটক করতে তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে।

গতকাল বুধবার রাতে বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এ হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত মো. মোসলেম উদ্দিন (৬৫) ওই গ্রামের বাসিন্দা।

তৃতীয় শ্রেণিতে পড়া মেয়েটির এক স্বজন জানান, সে বুধবার নানাবাড়িতে গিয়েছিল। দুপুরে তাকে ধর্ষণের চেষ্টা করেন মোসলেম। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোক জড়ো হয়ে তাঁকে ধাওয়া দেয়। তিনি তাড়া খেয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে হাসপাতালে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কথা হলে মোসলেম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই সময় আমি বাড়িতে গরুকে গোসল করাচ্ছিলাম। হঠাৎ কয়েকজন যুবক এসে আমার ওপর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ তোলে। আমাকে প্রায় আট ঘণ্টা বাড়িতে অবরুদ্ধ করে রাখে। আমি ওই শিশুর সঙ্গে এমন কিছু করিনি। আমাকে চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।’

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইমা জানান, পুলিশ রাতে ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তাঁর রক্তের উচ্চ চাপ বেশি ছিল। উন্নত চিকিৎসার জন্য তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকতার আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এর ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। শত শত লোক অভিযুক্তকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে ভুক্তভোগী শিশুর স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট