হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পিস্তল নিয়ে দরজায় খিল যুবকের, উদ্ধার চেষ্টাকালে পাল্টাপাল্টি গুলি

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাবার লাইসেন্স করা পিস্তল চুরি করে ঘরে খিল দিয়েছেন এক যুবক। পুলিশ এসে উদ্ধারের চেষ্টা করলে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আজ রোববার রাত পৌনে ৮টা পর্যন্ত তাঁকে উদ্ধারে ব্যর্থ হয়েছেন পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা। 

জানা গেছে, শামীম (৩০) নামে ওই যুবক মাদকাসক্ত। বাবার পিস্তল চুরি করে তিন দিন ধরে ঘরে খিল দিয়ে বসে আছেন তিনি। তাঁকে উদ্ধারের চেষ্টা করলে পুলিশের সঙ্গে পাল্টপাল্টি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় মাদক নিরাময় কেন্দ্রের একজন গুলিবিদ্ধ হয়েছেন। এখন পুলিশের সোয়াট টিম আসার অপেক্ষায় আছেন সবাই। ঘটনাস্থল উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী হিরনাল। 

শামীমের বড় ভাই সেলিম জানান, তাঁর বাবা রফিকুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী। ১০ দিন ধরে বাবা তাঁর লাইসেন্স করা পিস্তলটি খুঁজে পাচ্ছিলেন না। পরে গত ২২ আগস্ট রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। 

এদিকে একমাস ধরে ছোটভাই শামীম ও বাবার মধ্যে ঝগড়া চলছিল। তাঁদের তিনতলা বাড়িটির দ্বিতীয় তলার একটি কক্ষে দরজা বন্ধ করে তিনদিন ধরে সেচ্ছায় শামীম অবরুদ্ধ হয়ে আছেন। বাড়ির কারো সঙ্গেই কথা বলছেন না। গতকাল শনিবার রাত ২টার দিকে মাদক নিরাময় কেন্দ্র সাভারের বেস্ট এডিশন ইনস্টিটিউটের একটি দল পুলিশের সহায়তায় তাঁকে মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে যেতে আসে। এ সময় তাঁরা ঘরের বন্ধ দরজা ভেঙে তাঁকে উদ্ধারের চেষ্টা করলে শামীম দরজার ফাঁক দিয়ে গুলি করেন। এতে নিরাময় কেন্দ্রের সদস্য আসাদুজ্জামান খান পরাগ হাতে গুলিবিদ্ধ হন। 

আজ সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ, রূপগঞ্জ থানা পুলিশ ও কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করেও তাঁকে উদ্ধারে ব্যর্থ হন। এ সময় আতঙ্ক সৃষ্টির উদ্দশ্যে পুলিশ শর্টগানের দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। জবাবে শামীমও দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশের সোয়াত টিমকে। 

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, শামীম নামে এক যুবক তাঁর বাবার পিস্তল নিয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে আছেন। পুলিশ চেষ্টা করেও তাঁকে ওই কক্ষ থেকে বের করতে পারেনি। পিস্তলসহ শামীমকে ওই কক্ষ থেকে বের করে আনতে ঢাকার সোয়াট টিমকে খবর দেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট