হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে নসিমন ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ 

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: 

নরসিংদীর শিবপুরে নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে নাঈম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেলের আরেক আরোহী। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাঈম কারারচর বিসিক শিল্পনগরী এলাকার লিটন মিয়ার ছেলে। আহত সামির মোল্লা কারারচর গ্রামের শামীম মোল্লার ছেলে। 

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শিবপুর থেকে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু কারারচরের বাড়িতে যাচ্ছিলেন। রাত আনুমানিক ১০টার দিকে ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় তাদের মোটরসাইকেল পৌঁছোলে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাঈম নামে একজন নিহত হয়। স্থানীয় লোকজন আহত সামির মোল্লাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে ও পরে ঢাকায় জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে ভর্তি করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, রাত ১০টার দিকে নসিমন মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি