হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

সারা দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অন্তর্বর্তী সরকারের ‘নির্লিপ্ততার’ প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা শাখা।

বৃহস্প‌তিবার দুপুর ১২টার দিকে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমা‌বে‌শে বক্তারা বলেন, ৫ আগস্টের পর দেশে স্বাধীনতাবিরোধী গোষ্ঠীর আস্ফালন বেড়ে গেছে। তারা পরিকল্পিতভাবে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য দিচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তারা আরও বলেন, দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। অথচ অন্তর্বর্তী সরকার এসব বিষয়ে নির্লিপ্ত ও উদাসীন ভূমিকা পালন করছে। যুবদল এর তীব্র প্রতিবাদ জানায় এবং ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।

এ সময় বক্তব্য দেন যুবদল রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক খায়রুল আনাম বকুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নেকবার হোসেন মনি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন সম্রাট, যুগ্ম আহ্বায়ক কাওসার মাহমুদ এবং পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মহিউদ্দিন গিটার।

বিক্ষোভ সমাবেশে যুবদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তারা প্লাকার্ড, ব্যানার ও স্লোগানের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ