হোম > সারা দেশ > ফরিদপুর

কলেজ মিটিংয়ে ২ শিক্ষকের মারামারি

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার একটি কলেজে মিটিংয়ে মতের অমিল হওয়ায় দুজন শিক্ষকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিক্ষক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে উপজেলার মনোহরপুর এম এ শাকুর মহিলা কলেজে। তবে মিটিংয়ে কী বিষয়ে তাঁদের মতবিরোধ হয়েছে, এ নিয়ে কেউ মুখ খুলছেন না। 

কলেজ ওই দুজন শিক্ষক হলেন—সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ফরহাদ হোসেন এবং ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অমিতাব সাহা। 

জানা গেছে, রোববার দুপুরে কলেজের শিক্ষকদের মিটিং চলছিল। মিটিংয়ে শিক্ষকদের মতের মিল না হওয়ায় হট্টগোল বাঁধে। এ সময় শিক্ষক অমিতাব সাহা শিক্ষক ফরহাদ হোসেনের চোখে ঘুষি মারেন। এতে ফরহাদের চোখ ফেটে রক্তাক্ত ও জখম হয়। আহত অবস্থায় কলেজের অধ্যক্ষসহ অন্য শিক্ষকেরা ফরহাদ হোসেনকে ফরিদপুর হাসপাতালে ভর্তি করান। 

এ বিষয়ে মোবাইল ফোনে আহত শিক্ষক ফরহাদ হোসেন বলেন, ‘মিটিং চলাকালীন শিক্ষকদের মধ্যে মতের মিল না হওয়ায় একটু হট্টগোল হয়। এমন সময় কথা-কাটাকাটির একপর্যায়ে অমিতাব সাহা আমার চোখ বরাবর ঘুষি মারে।’ 

অভিযুক্ত শিক্ষক অমিতাব সাহা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘উল্টো ফরহাদ হোসেন কলেজের ঘণ্টা দেওয়ার হাতুড়ি দিয়ে আমার হাত, মাথায় বাড়ি মারে। হাত দিয়ে ঠেকাতে গিয়ে আমিই হাতে ব্যথা পাই।’ 

তবে কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। 
 
এ ঘটনায় কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘আমি ঢাকায় থাকি। ঘটনা শুনে দুজন সদস্যকে দায়িত্ব দিয়েছি তদন্ত করার জন্য। তদন্ত রিপোর্ট পেয়ে দোষী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি