হোম > সারা দেশ > ঢাকা

নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি করায় ফ্যাক্টরিকে জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

লৌহজং উপজেলায় একতা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করায় একটি ফ্যাক্টরিকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার (১৯ মে) বেলা ১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার কনকসার এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একতা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন লৌহজং উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর মো. নাজমুল ইসলাম ও লৌহজং থানা-পুলিশের একটি টিম।

আসিফ আল আজাদ বলেন, অভিযানে দেখা যায়, ফ্যাক্টরিটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছে। ব্যবহৃত উপাদানগুলোর মেয়াদ যাচাই না করায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ বা মেয়াদবিহীন উপাদান ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়।

আসিফ আল আজাদ আরও বলেন, প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মতভাবে পণ্য উৎপাদনের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু