হোম > সারা দেশ > ঢাকা

নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি করায় ফ্যাক্টরিকে জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

লৌহজং উপজেলায় একতা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করায় একটি ফ্যাক্টরিকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার (১৯ মে) বেলা ১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার কনকসার এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একতা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন লৌহজং উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর মো. নাজমুল ইসলাম ও লৌহজং থানা-পুলিশের একটি টিম।

আসিফ আল আজাদ বলেন, অভিযানে দেখা যায়, ফ্যাক্টরিটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছে। ব্যবহৃত উপাদানগুলোর মেয়াদ যাচাই না করায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ বা মেয়াদবিহীন উপাদান ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়।

আসিফ আল আজাদ আরও বলেন, প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মতভাবে পণ্য উৎপাদনের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯