হোম > সারা দেশ > ঢাকা

নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি করায় ফ্যাক্টরিকে জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

লৌহজং উপজেলায় একতা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করায় একটি ফ্যাক্টরিকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার (১৯ মে) বেলা ১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার কনকসার এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একতা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন লৌহজং উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর মো. নাজমুল ইসলাম ও লৌহজং থানা-পুলিশের একটি টিম।

আসিফ আল আজাদ বলেন, অভিযানে দেখা যায়, ফ্যাক্টরিটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছে। ব্যবহৃত উপাদানগুলোর মেয়াদ যাচাই না করায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ বা মেয়াদবিহীন উপাদান ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়।

আসিফ আল আজাদ আরও বলেন, প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মতভাবে পণ্য উৎপাদনের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই