হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নিখোঁজের এক মাস পর বেড়িবাঁধের ঢালে মিলল বৃদ্ধের মরদেহ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

নিখোঁজের এক মাস পর রাজধানীর তুরাগ থেকে করম আলী (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মিরপুর বেড়িবাঁধ রোডের তুরাগ নিশাতনগরের সেবা গ্রিন ফিলিং স্টেশনের উত্তর পাশের বেড়িবাঁধের ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মিরপুর বেড়িবাঁধ রোডের তুরাগ নিশাতনগরের সেবা গ্রিন ফিলিং স্টেশনের উত্তর পাশের ঢাল থেকে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। পরে গোয়েন্দা পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহযোগিতায় তাঁর আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে।

নিহত ওই বৃদ্ধ হলেন, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হযরত আলীর ছেলে করম আলী।

এ বিষয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘মিরপুর বেড়িবাঁধের ঢাল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওর্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

অপরদিকে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘পরিচয় পাওয়ার পর অষ্টগ্রামের ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নাফের সঙ্গে যোগাযোগ করা হয়। তার মাধ্যমে নিহত বৃদ্ধের ছেলে কাঞ্চনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিহতের স্বজনরা জানিয়েছেন, মানসিক সমস্যায় ভুগছিলেন করম আলী। এক মাস ধরে নিখোঁজ ছিলেন তিনি।’

ওসি মওদুত আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা হচ্ছে তিনি স্বাভাবিকভাবে মারা গেছেন। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসছেন। এ ঘটনায় তুরাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন