হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নিখোঁজের এক মাস পর বেড়িবাঁধের ঢালে মিলল বৃদ্ধের মরদেহ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

নিখোঁজের এক মাস পর রাজধানীর তুরাগ থেকে করম আলী (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মিরপুর বেড়িবাঁধ রোডের তুরাগ নিশাতনগরের সেবা গ্রিন ফিলিং স্টেশনের উত্তর পাশের বেড়িবাঁধের ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মিরপুর বেড়িবাঁধ রোডের তুরাগ নিশাতনগরের সেবা গ্রিন ফিলিং স্টেশনের উত্তর পাশের ঢাল থেকে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। পরে গোয়েন্দা পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহযোগিতায় তাঁর আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে।

নিহত ওই বৃদ্ধ হলেন, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হযরত আলীর ছেলে করম আলী।

এ বিষয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘মিরপুর বেড়িবাঁধের ঢাল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওর্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

অপরদিকে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘পরিচয় পাওয়ার পর অষ্টগ্রামের ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নাফের সঙ্গে যোগাযোগ করা হয়। তার মাধ্যমে নিহত বৃদ্ধের ছেলে কাঞ্চনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিহতের স্বজনরা জানিয়েছেন, মানসিক সমস্যায় ভুগছিলেন করম আলী। এক মাস ধরে নিখোঁজ ছিলেন তিনি।’

ওসি মওদুত আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা হচ্ছে তিনি স্বাভাবিকভাবে মারা গেছেন। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসছেন। এ ঘটনায় তুরাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই