হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে প্রবাসী হত্যা মামলায় গ্রেপ্তার ৩

মুন্সিগঞ্জ প্রতিনিধি  

হত্যা মামলায় গ্রেপ্তার দুইজন। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগরে জমি নিয়ে দ্বন্দ্বে প্রবাসীকে হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে শ্রীনগর ও গতকাল রোববার রাতে ঢাকার কমদতলীতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার দেউলভোগ গ্রামের কানু খানের ছেলে ওয়াসিম খান (৩৮), একই গ্রামের মো. হুমায়ুনের ছেলে মো. রনি (৩৫) ও পূর্ব হরপাড়া গ্রামের মফিজ প্রধানের ছেলে শাহীন প্রধান (৩৬)।

পুলিশ জানায়, গতকাল রাতে ঢাকার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী ওয়াসিমকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে আজ ভোরে উপজেলার হরপাড়া গ্রাম থেকে শাহীন প্রধান ও দেউলভোগ গ্রাম থেকে রনিকে গ্রেপ্তার করা হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, ‘রমজান হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর স্ত্রী ২৯ নভেম্বর শ্রীনগর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আমরা তথ্য-প্রযুক্তির ব্যবহার করে আসামিদের অবস্থান নিশ্চিত করে তাঁদের গ্রেপ্তার করি।’

প্রসঙ্গত, গত বুধবার দুপুরে শ্রীনগর উপজেলার গাদিঘাট গ্রামের দেউলভোগ খাল থেকে নিখোঁজ সিঙ্গাপুরপ্রবাসী রমজানের হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের সিরাজুল মুন্সীর ছেলে। এর আগে আজ সকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরদিন তাঁর সিঙ্গাপুরে ফিরে যাওয়ার কথা ছিল।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে