হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে প্রবাসী হত্যা মামলায় গ্রেপ্তার ৩

মুন্সিগঞ্জ প্রতিনিধি  

হত্যা মামলায় গ্রেপ্তার দুইজন। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগরে জমি নিয়ে দ্বন্দ্বে প্রবাসীকে হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে শ্রীনগর ও গতকাল রোববার রাতে ঢাকার কমদতলীতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার দেউলভোগ গ্রামের কানু খানের ছেলে ওয়াসিম খান (৩৮), একই গ্রামের মো. হুমায়ুনের ছেলে মো. রনি (৩৫) ও পূর্ব হরপাড়া গ্রামের মফিজ প্রধানের ছেলে শাহীন প্রধান (৩৬)।

পুলিশ জানায়, গতকাল রাতে ঢাকার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী ওয়াসিমকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে আজ ভোরে উপজেলার হরপাড়া গ্রাম থেকে শাহীন প্রধান ও দেউলভোগ গ্রাম থেকে রনিকে গ্রেপ্তার করা হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, ‘রমজান হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর স্ত্রী ২৯ নভেম্বর শ্রীনগর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আমরা তথ্য-প্রযুক্তির ব্যবহার করে আসামিদের অবস্থান নিশ্চিত করে তাঁদের গ্রেপ্তার করি।’

প্রসঙ্গত, গত বুধবার দুপুরে শ্রীনগর উপজেলার গাদিঘাট গ্রামের দেউলভোগ খাল থেকে নিখোঁজ সিঙ্গাপুরপ্রবাসী রমজানের হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের সিরাজুল মুন্সীর ছেলে। এর আগে আজ সকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরদিন তাঁর সিঙ্গাপুরে ফিরে যাওয়ার কথা ছিল।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই