হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে উত্তরায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

উত্তরার বিএনএস সেন্টার থেকে আজমপুর পর্যন্ত সড়ক আজ বুধবার বিকেল সোয়া ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত অবরোধ করা হয়। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে হামলার প্রতিবাদে রাজধানীর উত্তরায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টার থেকে আজমপুর পর্যন্ত সড়কে আজ বুধবার বিকেল সোয়া ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতা-কর্মী ও বৈষম্যবিরোধী আন্দোলনের শতাধিক ছাত্র উপস্থিত ছিলেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।

অবরোধ কর্মসূচি চলাকালে ‘গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন বিক্ষোভকারীরা।

তাঁরা বলেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা করেছে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও তার দোসরেরা। হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয় থাকতে দেখা গেছে। এর প্রতিবাদে উত্তরায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হচ্ছে।

উত্তরায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, অবরোধের কারণে বোর্ডবাজার থেকে উত্তরা এবং বিশ্বরোড থেকে উত্তরার সড়ক পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেওয়ার পর ধীরে ধীরে যানবাহন চলাচল করতে শুরু করে।

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট