হোম > সারা দেশ > রাজবাড়ী

কনের বাড়িতে উপজেলা প্রশাসন, বাবা ও বরকে জরিমানা

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল। বর এসে পৌঁছান কনের বাড়িতে। বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান হাজির হন কনের বাড়িতে। এ সময় ভ্রাম্যমাণ আদালত কনের বাবাকে ৫ হাজার ও বরকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। 

আজ শুক্রবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

বর ও কনের বাবাকে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত থেকে জানা গেছে, স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে ইসলামপুর ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের রুবেল মণ্ডলের (২৪) বিয়ের আয়োজন করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার। 

এ সময় বয়স যাচাই করে কনের ১৬ বছর হওয়ায় তার বাবাকে ৫ হাজার ও বরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না বলে কনের বাবা মুচলেকায় সই করেন। ভ্রাম্যমাণ আদালতকে বালিয়াকান্দি থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ