হোম > সারা দেশ > ঢাকা

শাহজাহানপুরে একই বাসায় দুইবার বিস্ফোরণ, বাবা-মেয়েসহ দগ্ধ ৭

ঢামেক প্রতিবেদক

রাজধানীর শাহজাহানপুর ঝিল মসজিদ এলাকার একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে লাগা আগুনে বাবা-মেয়েসহ সাতজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ছয়জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। আরেকজনকে নেওয়া হয়েছে ইসলামিয়া হাসপাতালে। 

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ও সন্ধ্যা ৬টার দিকে দুই দফায় একই বাসায় এই বিস্ফোরণ ঘটে। 

দগ্ধরা হলেন মিন্টু হাওলাদার (৪০), তাঁর মেয়ে মারিয়া ইশরাত (১৯), স্যানিটারি মিস্ত্রি মনির হোসেন (৪১), দেলোয়ার হোসেন (৫৭), প্রতিবেশী আলী আকবর (৩৫), বাচ্চু মিয়া (৪৫) ও সিরাজুল ইসলাম (৪৮)। 

দগ্ধ মিন্টু হাওলাদার বলেন, বাড়িটির নিচতলায় তাঁদের ভাড়া বাসায় বাথরুমে ও রান্নাঘরে মাঝেমধ্যেই গ্যাসের গন্ধ পাওয়া যেত। তবে কোথা থেকে লিকেজ হয়ে গ্যাস বের হতো তা খুঁজে পাওয়া যায়নি। সকাল ৮টার দিকে সেই রান্নাঘরে হঠাৎ করেই গ্যাস লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে তিনি ও প্রতিবেশী বাচ্চু মিয়া দগ্ধ হন। 

মিন্টু হাওলাদারের স্ত্রী ঝরনা আক্তার বলেন, সকালের ঘটনার পর সন্ধ্যায় এটি মেরামতের জন্য স্যানিটারি মিস্ত্রি যান ওই বাসায়। তখন সেখানে পুনরায় অগ্নিকাণ্ড হয়। এতে স্যানিটারি মিস্ত্রি দগ্ধ হন। ঘরে থাকা মেয়ে মারিয়াও দগ্ধ হয়। 

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা বলেন, মিন্টু হাওলাদারের ৪০ শতাংশ, মারিয়ার ২২ শতাংশ, বাচ্চুর ৬ শতাংশ ও মনিরের বাম হাত সামান্য দগ্ধ হয়েছে। সবাই চিকিৎসাধীন আছেন। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা বলেন, শাহজাহানপুর ঝিল মসজিদের পাশে একটি বাড়ির নিচতলায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। বিস্তারিত জানার জন্য পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন