হোম > সারা দেশ > ঢাকা

শাহজাহানপুরে একই বাসায় দুইবার বিস্ফোরণ, বাবা-মেয়েসহ দগ্ধ ৭

ঢামেক প্রতিবেদক

রাজধানীর শাহজাহানপুর ঝিল মসজিদ এলাকার একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে লাগা আগুনে বাবা-মেয়েসহ সাতজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ছয়জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। আরেকজনকে নেওয়া হয়েছে ইসলামিয়া হাসপাতালে। 

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ও সন্ধ্যা ৬টার দিকে দুই দফায় একই বাসায় এই বিস্ফোরণ ঘটে। 

দগ্ধরা হলেন মিন্টু হাওলাদার (৪০), তাঁর মেয়ে মারিয়া ইশরাত (১৯), স্যানিটারি মিস্ত্রি মনির হোসেন (৪১), দেলোয়ার হোসেন (৫৭), প্রতিবেশী আলী আকবর (৩৫), বাচ্চু মিয়া (৪৫) ও সিরাজুল ইসলাম (৪৮)। 

দগ্ধ মিন্টু হাওলাদার বলেন, বাড়িটির নিচতলায় তাঁদের ভাড়া বাসায় বাথরুমে ও রান্নাঘরে মাঝেমধ্যেই গ্যাসের গন্ধ পাওয়া যেত। তবে কোথা থেকে লিকেজ হয়ে গ্যাস বের হতো তা খুঁজে পাওয়া যায়নি। সকাল ৮টার দিকে সেই রান্নাঘরে হঠাৎ করেই গ্যাস লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে তিনি ও প্রতিবেশী বাচ্চু মিয়া দগ্ধ হন। 

মিন্টু হাওলাদারের স্ত্রী ঝরনা আক্তার বলেন, সকালের ঘটনার পর সন্ধ্যায় এটি মেরামতের জন্য স্যানিটারি মিস্ত্রি যান ওই বাসায়। তখন সেখানে পুনরায় অগ্নিকাণ্ড হয়। এতে স্যানিটারি মিস্ত্রি দগ্ধ হন। ঘরে থাকা মেয়ে মারিয়াও দগ্ধ হয়। 

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা বলেন, মিন্টু হাওলাদারের ৪০ শতাংশ, মারিয়ার ২২ শতাংশ, বাচ্চুর ৬ শতাংশ ও মনিরের বাম হাত সামান্য দগ্ধ হয়েছে। সবাই চিকিৎসাধীন আছেন। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা বলেন, শাহজাহানপুর ঝিল মসজিদের পাশে একটি বাড়ির নিচতলায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। বিস্তারিত জানার জন্য পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ