হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে বাসচাপায় পোশাকশ্রমিক নিহত, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বাসচাপায় হালিমা (৩০) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর গাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর, টায়ার ও প্লাস্টিকের সড়ক বিভাজকে অগ্নিসংযোগ করেছে। 

হালিমা কুড়িগ্রামের নাগেশ্বর কাচারী পোড়াডাঙ্গা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে। হালিমা টঙ্গীর গাজীপুরা এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী মকবুল হোসেনের সঙ্গে বাস করতেন। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে গেছে। 

টঙ্গী পশ্চিম থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সজল শেখ বলেন, হালিমা টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করতেন। শুক্রবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর বাসস্ট্যান্ড এলাকায় ময়মনসিংহগামী লেনের পাশ দিয়ে হাঁটছিলেন ওই নারী। এ সময় একটি বাস পেছন দিক থেকে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এতে আশপাশের লোকজন বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশ অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। 

এ সময় বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর, টায়ার ও প্লাস্টিকের সড়ক বিভাজকে আগুন দেয়। প্রায় দেড় ঘণ্টা যাবৎ যানচলাচল বন্ধ থাকায় মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজট দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, বিক্ষুব্ধরা কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। সড়কের মাঝে থাকা প্লাস্টিকের বিভাজক ও টায়ারে আগুন ধরিয়ে দেয়। রাত ১১টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে