হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঢাকা-আরিচা মহাসড়কে অতিরিক্ত যানবাহন, চলাচলে ধীরগতি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

মানিকঞ্জের বানিয়াজুরী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে আজ দুপুর ১২টার দিকে তোলা ছবি। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে বিভিন্ন রুটের অতিরিক্ত যানবাহন চলাচল করছে। কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি না হলেও যানবাহন চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। গরুবোঝাই ট্রাক, তিন চাকার ছোট যানবাহন ও মহাসড়কের কয়েক স্থানে যাত্রীবাহী বাস অকেজো হওয়ায় কিছুটা যানজটের সৃষ্টি হয় বলে জানা গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় অল্প সময়ের মধ্যেই তা নিরসন হয়েছে।

আজ শুক্রবার (৬ জুন) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশ, যাত্রী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীর ভিড় বাড়তে থাকে। মহাসড়কের বিভিন্ন জায়গায় সড়কের ওপর গাড়ি দাঁড়িয়ে যাত্রী তোলায় যানবাহনের গতি কমতে শুরু করে। ফলে হালকা যানজটের সৃষ্টি হচ্ছে।

অনেকে ঝুঁকি নিয়ে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে। কেউ কেউ খোলা ট্রাক, পিকআপ ভাড়া নিয়ে রওনা হয়েছেন। এভাবে অনেক নারী ও শিশুকেও যাত্রা করতে দেখা গেছে। এমন একটি পিকআপের যাত্রী জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশের বাড়ি মাগুরায় যেতে হবে। সকালে কাউন্টারে গিয়ে টিকিট পাইনি। নারী ও শিশুদের নিয়ে ভিড়ে বাসে ওঠা ও যাওয়া কষ্টকর। তাই বাধ্য হয়ে আমরা তিনটি পরিবারের ১৬ জন পাটুরিয়া পর্যন্ত পিকআপ ভাড়া করে যাচ্ছি।’

বাসচালক আসলাম বলেন, আজ সকাল ৭টায় গাবতলী থেকে রওনা হয়ে পাটুরিয়ায় আসতে সময় লেগেছে তিন ঘণ্টা। মহাসড়কের সাভার, নবীনগর, নয়াডিঙ্গী, মানিকগঞ্জ, বানিয়াজুরী ও বরংগাইল স্টেশনে কিছুটা জ্যাম ছিল।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আজ ভোর থেকেই অনেক গাড়ির সারি ছিল, কিন্তু যানজট ছিল না। গাড়িগুলো ধীরগতিতে চলছে। সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। বিকেলের দিকে পরিস্থিতির উন্নতি হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাস্তা সচল ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন।

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা