হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে জামায়াতের ১৩ নেতা-কর্মীর নামে মামলা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে জেলা জামায়াত ইসলামের ১৩ নেতা-কর্মীর নাম উল্লেখ করে সন্ত্রাস বিরোধ দমন ও বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। 

আজ শুক্রবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান হাসান। 

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টায় শহরের চকবাজার জামে মসজিদ সংলগ্ন মসজিদ মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত সংগঠনটির জেলা কার্যালয়ে ঘণ্টাব্যাপী অভিযান চালায় পুলিশ। এ সময় কার্যালয় থেকে ১২টি বিস্ফোরক জাতীয় ককটেল ও উগ্রবাদী বই উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করে। ওই অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। 

এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১২টায় কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধ দমন ও বিস্ফোরক আইনে মামলা করেন উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর। এতে এজাহারভুক্ত ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। 

এ বিষয়ে মো. হাসানুজ্জামান হাসান আজকের পত্রিকাকে বলেন, জামায়াত কার্যালয়ে অভিযানে ককটেল ও উগ্রবাদী বই উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় সাইফুল ইসলাম তাকবীর (২০) নামে একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আগেই নাশকতার ঘটনায় মামলায় গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অন্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯