হোম > সারা দেশ > মাদারীপুর

নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপের ধাক্কায় আহত ১, ২টি দোকান তছনছ 

প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর) 

মাদারীপুরের রাজৈর বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে রাজৈর থানা-পুলিশের পিকআপের চাপায় একজন আহত হয়েছেন, এতে দুটি দোকান ভেঙে গেছে। আজ শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় আহত হয়েছেন জগদীশ জুয়েলার্সের মালিক সুশান্ত সাহা (৪০)। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুলিশের একটি পিকআপ রাজৈর বাস স্ট্যান্ড দিক থেকে রাজৈর থানায় যাওয়ার পথে রাজৈর ইউনিয়ন পরিষদের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রহমতউল্লাহ গার্মেন্টস ও জগদীশ জুয়েলার্সকে ধাক্কা দেয়। এ সময় দুইটি দোকান ভেঙে যায়। এ সময় দোকানের মধ্যে থাকা জগদীশ জুয়েলার্সের মালিক সুশান্ত সাহা (৪০) গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাঁকে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

রহমাতুল্লাহ গার্মেন্টসের মালিক নাসির উদ্দিন বলেন, দোকানের বিপরীত পাশে দুইটি পিকআপ দাঁড়িয়ে ছিল তা পাশ কাটিয়ে পুলিশের পিকআপটি যাওয়ার সময় জগদিশ জুয়েলার্সকে ধাক্কা দেয়। এর ফলে জগদীশ জুয়েলার্স ও আমার দোকানটি ভেঙে গেছে। এতে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে কেউ আসেনি এবং আমাদের কোন সান্ত্বনা দেয়নি কেউ। তবে আমরা আমাদের দোকানের ক্ষতিপূরণ চাই। 

ভুক্তভোগী ব্যবসায়ী সুশান্ত সাহা অভিযোগ করে বলেন, হঠাৎ থানার একটি গাড়ি এসে আমার দোকানকে ধাক্কা দেয়। আমি দোকানের ভেতরে ছিলাম, পিকআপের ধাক্কায় শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছি। এতে আমার দোকানের অনেক ক্ষতি হয়েছে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ সাদি জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস