প্রতিনিধি, গোপালগঞ্জ
গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন। গতকাল সোমবার ভোর ৬টা থেকে আজ মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৩০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৩৬.৪৩ %।
গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে একজনও মারা যায়নি। গোপালগঞ্জ জেলায় এ পর্যন্ত ৩৪৭৪১টি নমুনা পরীক্ষায় ৭৯৩৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একদিনে সুস্থ হয়েছেন ৫০ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৬৫৪৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন। হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১১১৭ জন।
গোপালগঞ্জে এ পর্যন্ত মারা গেছেন ৮৭ জন। গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।