হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুরে ধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইরের মধুপুর থানায় ফাহাদ খান ফাহিম ও নাঈম মাহাদী সাফি। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মধুপুরে কিশোরীকে ধর্ষণ ও দৃশ্যের ভিডিও ধারণ করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে মধুপুর পৌর শহরের মালাউড়ি কাজীপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে ওই কিশোরী নিজেই মধুপুর থানায় গিয়ে মৌখিক অভিযোগ দিলে পুলিশ অভিযান চালায়।

অভিযুক্ত দুই যুবক হলেন উপজেলার পচিশা গ্রামের সাইদুর রহমান রুবেলের ফাহাদ খান ফাহিম (১৯) এবং গোপালপুর উপজেলার হেমনগরের মনিরুজ্জামানের ছেলে নাঈম মাহাদী সাফি (১৮)। তাঁরা দুজন বন্ধু।

জানা গেছে, ওই কিশোরীর সঙ্গে ফাহিমের মোবাইল ফোনে যোগাযোগ হয়। একপর্যায়ে বন্ধুত্ব গড়ে ওঠে। বুধবার দুপুরে ফাহিম ওই কিশোরীকে মালাউড়ি এলাকায় তাঁর বন্ধু সাফির বাসায় আসতে বলেন। সেখানে দেখা করার পর ওই কিশোরীকে ফাহিম ও তাঁর বন্ধু জোর করে ধর্ষণ করেন।

এ ঘটনার পর বুধবার বিকেলে কিশোরী নিজেই মধুপুর থানায় গিয়ে পুলিশের কাছে মৌখিক অভিযোগ করে। পরে মধুপুর থানা-পুলিশ কিশোরীর সহযোগিতায় দুজনকে আটক করে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির বলেন, রাতে ভুক্তভোগীর মা আসমা খাতুন দুজনের নামে ধর্ষণের মামলা করেন। অভিযুক্ত ব্যক্তিরা বুধবার ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় তাঁরা ভিডিও ধারণ করেন। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবকদের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করার জন্য আদালতে পাঠানো হয়েছে।

এদিকে অভিযুক্ত ফাহিম ও সাফির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনেও আরেকটি মামলা করা হবে বলে জানান ওসি।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির