হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে ঋণগ্রস্ত ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার 

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে অরুণ তরফদার (৪৭) নামের ঋণগ্রস্ত এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে বাড়ির পাশের পরিত্যাক্ত ভিটার এক গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারকে জানায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘিওর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে। 

অরুণ তরফদার উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের বাগ বানিয়াজুরী গ্রামের বাসিন্দা অনিল তরফদারের ছেলে। তিনি তরা হাটে চালের পাইকারি ব্যবসায়ী ছিলেন। 

স্থানীয় জানান, গ্রামের কৃষকেরা ফসলের মাঠে যাবার সময় নিহতের বাড়ির পাশের পরিত্যাক্ত ভিটার এক গাছে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পরিবারকে জানায়। 

নিহতের স্ত্রী নিয়তি সরকার জানান, সে (অরুণ) একাধিক ব্যক্তি ও মহাজনের কাছ থেকে ঋণগ্রস্থ ছিলেন। পাওনাদাররা টাকা চাওয়ায় অতিষ্ঠ হয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ‘আত্মহত্যা’ করেন বলে ধারণা করা হচ্ছে। 

তরা হাটের অরুনের প্রতিবেশী ব্যবসায়ী অমিত কুমার মোদক বলেন, অরুণ মহাজনের কাছে ৯ লাখ টাকা বাকি এনে ব্যবসা শুরু করেন। বাকি দিয়ে ব্যবসায় লোকসানের মুখে পড়ে। দীর্ঘদিন মহাজনদের ঋণ পরিশোধ করতে না পারায়, সে মানসিকভাবে ভেঙে পড়ে। 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিন যাবত ঋণগ্রস্থ হওয়ার কারণে পরিবারে অভাব-অনটন ও কলহ লেগে থাকত। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত ছাড়া এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা নিশ্চিত করে বলা যাবে না।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন