হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় নিষেধাজ্ঞার সময়ে নদীতে ইলিশ ধরায় ৬ জেলেকে কারাদণ্ড

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর পাংশায় কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করছেন প্রশাসনের লোকজন। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় নিষেধাজ্ঞার সময়ে নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ছয়জন জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ কেজি ইলিশ মাছ জব্দ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

গতকাল শনিবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাঈদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে পাংশা উপজেলার পদ্মা নদী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ছয়জন জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। এ ছাড়া জব্দ করা পাঁচ কেজি ইলিশ মাছ এতিমখানায় দান করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর (পাংশায় দায়িত্বপ্রাপ্ত) ওয়ারেন্ট অফিসার সফিউল্লাহসহ উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন পাংশা মডেল থানা-পুলিশের একটি দল।

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ