হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে সড়কে ছিটকে পড়া মোটরসাইকেলচালক ট্রাকচাপায় নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় হাসান মাসুদ জাকারিয়া (৩১) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী ও চার বছরের মেয়ে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সড়কের জালকুড়ি বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান মাসুদ জাকারিয়া পাবনা জেলার বেড়া উপজেলার ভবানীপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে মোটরসাইকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাচ্ছিলেন জাকারিয়া। পথে রাস্তা ভুল করে লিংক রোডে প্রবেশ করেন তিনি। পরে আবার রূপগঞ্জের উদ্দেশে যাত্রা করলে বিজিবি ক্যাম্পের সামনে তাঁর মোটরসাইকেল পিছলে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা ট্রাকচাপায় তিনি নিহত ও স্ত্রী-সন্তান আহত হয়।

আশপাশের লোকজন তাঁর স্ত্রী ও মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকচালক পিরু মোল্লা (৪৫) ও সহকারী হুমায়ুনকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) আমিন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য