হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে সড়কে ছিটকে পড়া মোটরসাইকেলচালক ট্রাকচাপায় নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় হাসান মাসুদ জাকারিয়া (৩১) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী ও চার বছরের মেয়ে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সড়কের জালকুড়ি বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান মাসুদ জাকারিয়া পাবনা জেলার বেড়া উপজেলার ভবানীপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে মোটরসাইকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাচ্ছিলেন জাকারিয়া। পথে রাস্তা ভুল করে লিংক রোডে প্রবেশ করেন তিনি। পরে আবার রূপগঞ্জের উদ্দেশে যাত্রা করলে বিজিবি ক্যাম্পের সামনে তাঁর মোটরসাইকেল পিছলে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা ট্রাকচাপায় তিনি নিহত ও স্ত্রী-সন্তান আহত হয়।

আশপাশের লোকজন তাঁর স্ত্রী ও মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকচালক পিরু মোল্লা (৪৫) ও সহকারী হুমায়ুনকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) আমিন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’