হোম > সারা দেশ > রাজবাড়ী

ইলিশ রক্ষার অভিযানে গিয়ে ট্রলারে মিলল আগ্নেয়াস্ত্র, আটক ৪

রাজবাড়ী প্রতিনিধি

আটক চারজন এবং উদ্ধার করা অস্ত্র। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে যাত্রীবাহী ট্রলার থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে যৌথ বাহিনী।

আজ শুক্রবার সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার লঞ্চঘাট এলাকার পদ্মা নদী থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে থাকা স্কুল ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল ও বড় একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাঁচরন্দ গ্রামের আবু বক্কর মুন্সীর ছেলে মো. জীবন মুন্সী (২০), একই এলাকার মো. আজাদ শেখের ছেলে মো. নাজির উদ্দিন শেখ (১৯), পাবনা জেলার আমিনপুর উপজেলার ধারাই গ্রামের মো. রহমত সরদারের ছেলে মো. রশিদ সরদার (৫৫) ও একই উপজেলার ঢালারচর গ্রামের মো. আনছার মোল্লার ছেলে মো. খায়রুল মোল্লা (২৩)।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বলেন, পদ্মা নদীতে মা ইলিশ রক্ষার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, নৌ পুলিশ ও গোয়ালন্দ থানা-পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, অভিযান চলাকালে সদর উপজেলার অন্তরের মোড় থেকে একটি যাত্রীবাহী ট্রলার গোয়ালন্দ উপজেলার রাখালগাছি চরে যাচ্ছিল। দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় পৌঁছালে ট্রলারটিতে মাছ থাকতে পারে বলে সন্দেহ হলে তল্লাশি চালায়। সে সময় স্কুল ব্যাগে থাকা একটি বিদেশি পিস্তল ও একটি একনলা বন্দুক উদ্ধারের পর জব্দ করা হয়। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই