হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচনের আগেই স্থানান্তর হচ্ছে কারওয়ান বাজারের কাঁচাবাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নির্বাচনের আগেই স্থানান্তর হচ্ছে রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজারসহ অন্য দোকানগুলো। এটি স্থানান্তরের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে একটি কমিটি করা হয়েছে। আজ শনিবার ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বুধবার (৪ জানুয়ারি) ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে কারওয়ান বাজারের কাঁচাবাজার স্থানান্তরের জন্য সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ডিএনসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামীম হাসানকে সভাপতি করা হয়েছে। সদস্যসচিব করা হয়েছে ডিএনসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোতাকাব্বীর আহমেদকে।

কারওয়ান বাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের চারটি মার্কেট রয়েছে। মার্কেটগুলো হচ্ছে কিচেন মার্কেট, ১ নম্বর ভবন মার্কেট, ২ নম্বর ভবন মার্কেট ও কাঁচামালের আড়ত মার্কেট। মার্কেটগুলোতে প্রায় দেড় হাজারের বেশি দোকান রয়েছে।

মোতাকাব্বীর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানান্তর প্রক্রিয়ার কাজ সহজ করার জন্য কমিটি করে দেওয়া হয়েছে। কোন ব্যবসায়ী কোন জায়গায় স্থানান্তর করা হবে, তার তালিকা করা হচ্ছে। ফাইনালি জাতীয় নির্বাচনের আগে কারওয়ান বাজারের কাঁচাবাজার স্থানান্তর করা হবে। কারওয়ান বাজারের ৯ শতাধিক দোকান চলে যাবে যাত্রাবাড়ীর ধলপুরে। বাকি দোকানগুলো কিছু আমিনবাজার ও গাবতলীতে নেওয়া হবে।’ 

প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালের ১৪ জানুয়ারি ডিএনসিসির এক সভায় কারওয়ান বাজারের মার্কেটগুলো পরিত্যক্ত ঘোষণা করে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে অদৃশ্য কারণে সেটা বাস্তবায়িত হয়নি। 

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন