হোম > সারা দেশ > শরীয়তপুর

পদ্মায় দুই ফেরির সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি

শরীয়তপুর প্রতিনিধি

শিমুলিয়া-মাঝিরঘাট নৌরুটে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি। বিআইডব্লিউটিসির মেরিন বিভাগের ডিজিএম মো. শাহজাহানকে প্রধান করে গঠন করা তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজ রোববার দুপুরে এই তদন্ত কমিটি গঠন করা হয়। 

নিহত খোকন শিকদার ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার হারুন শিকদারের ছেলে। দুপুর ১২টার দিকে নিহত হারুন শিকদারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে শিমুলিয়া নৌ-পুলিশ ফাড়ি। 

বিআইডব্লিউটিসির মেরিন বিভাগের সহ-মহাব্যবস্থাপক আহমেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথের পদ্মা নদীর জাজিরা প্রান্তের পাইনপাড়া চ্যানেলের মুখে বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়া ফেরির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন এক পিকআপচালক। সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরিতে থাকা অন্তত আটটি যানবাহন। 

নিহত হারুন শিকদারের স্ত্রী তাহামিনা বলেন, ‘গতকাল রাত ১২টার সময় ফোন করে মালামাল নিয়ে ফরিদপুরে যাওয়ার কথা বলেন হারুন। এরপর ভোররাতে তাঁর নম্বর থেকে ফোন করে মৃত্যুর খবর জানায় পুলিশ। আমি চার সন্তান নিয়ে এখন কোথায় যাব? সংসার চালানোর মতো কেউ নেই আমার।’ 

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ