হোম > সারা দেশ > ঢাকা

বায়ুদূষণের ৮০ ভাগ কারণ জীবাশ্ম জ্বালানি: মেয়র তাপস

ঢাবি প্রতিনিধি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘বাংলাদেশে যে তেল আসে, ডিজেল আসে সেই ডিজেল-তেল কতটা বিপজ্জনক? প্রতিদিন বায়ুদূষণের সূচকে সবার ওপরে থাকার পরেও আমাদের উপলব্ধি আসছে না। উপলব্ধি আসছে শুধু ধুলাটা, যে ধুলাটা আমাদের বিরক্ত করছে। কিন্তু বায়ুদূষণের আশি ভাগ কারণ হলো জীবাশ্ম জ্বালানি।’ 

ডিএসসিসি মেয়র বলেন, ‘আমরা যে তেল ব্যবহার করি সেটা অপরিশোধিত তেল। এখানে লেড, ম্যাগনেশিয়াম, সালফারের মতো অনেক বিপজ্জনক পদার্থ রয়েছে। যার কারণে ছোট দেশ হওয়ার পরেও, ছোট শহর (ঢাকা) হওয়ার পরেও বায়ুদূষণে ওপরে রয়েছি।’ 

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনস্টিটিউট আয়োজিত সাসটেইনেবল এনার্জি উইকের সমাপনী দিনে ‘সাসটেইনেবল এনার্জি পলিসি অ্যান্ড আওয়ার লাইভলিহুড’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তাপস বলেন, ‘পানিও জ্বালানি, সৌর শক্তিও জ্বালানি, বায়ু সেটাও জ্বালানি, ইউরেনিয়াম (পারমাণবিক) সেটাও জ্বালানি, কয়লাও জ্বালানি, সারা দিন আমি যেটা পরিষ্কার করি; আমরা-আপনারা তৈরি করি সেই বর্জ্যটাও জ্বালানি। জ্বালানিগুলো কীভাবে ব্যবহার করা প্রয়োজন সেটা আমাদের জানতে হবে। জীবাশ্ম জ্বালানি বেশি ব্যবহার করার কারণে আমরা (ঢাকা) বিশ্বের মধ্যে সর্বোচ্চ বায়ুদূষণের শহরে পরিণত হয়েছি। ধুলার জ্বালা সহ্য করা যায় না কিন্তু লেড এবং ম্যাগনেশিয়াম প্রতিনিয়ত নিচ্ছি সেটাতো কেউ খেয়াল করছি না।

‘শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে স্মার্ট সিটি গড়ে তুলতে হবে, সবুজ নগরী পরিণত করতে হবে। আপনারা (গবেষক ও শিক্ষার্থী) শুধু সমস্যার কথা বলবেন না, শুধু প্রশ্ন ছুড়ে দেবেন না, আপনারা সমাধান দেবেন, আমাদের বলবেন এই পথে হাঁটেন, অন্য পথে হাঁটলে বিপদ। সরকারকে পরামর্শ দেবেন, সরকার আপনাদের সমাধান গ্রহণ করবে।’ 

মানবসভ্যতা উত্থানের জন্য জ্বালানি ব্যবহার হয়, আবার সভ্যতাকে ধ্বংস করার জন্য জ্বালানি নিয়ামক ভূমিকা রাখে মন্তব্য করে মেয়র তাপস বলেন, ‘জ্বালানির সঙ্গে সবকিছু সম্পৃক্ত, জ্বালানি দিয়ে করবটা কী, জ্বালানি কী কাজে লাগে, কী কী কাজে লাগানো যায়, মানব সভ্যতায় জ্বালানির কী প্রভাব, জ্বালানির প্রভাবের কারণে আজকে মানবসভ্যতা এ পর্যায়ে এসেছে, আবার জ্বালানির কারণে সারা পৃথিবীতে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা বিরাজমান। মানবসভ্যতা উত্থানের জন্যও জ্বালানি ব্যবহার হয়, আবার সভ্যতাকে ধ্বংস করার জন্য জ্বালানি একটা নিয়ামক ভূমিকা পালন করে। 

‘ভেনেজুয়েলা, নাইজেরিয়া জীবাশ্ম (ফসিল ফুয়েল) জ্বালানিতে ভরপুর। কিন্তু ভেনেজুয়েলা একটি দেউলিয়া রাষ্ট্র, নাইজেরিয়া একটি দেউলিয়া রাষ্ট্র। সম্পদ থাকলেই সেই সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে পারব—এটার নির্দিষ্ট কোনো নমুনা কিংবা ফর্মুলা নেই। আবার দেখি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো জ্বালানির ওপর দাঁড়িয়ে কত বড় উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। এ সকল নমুনা আমাদের যাচাই বাছাই করতে হবে, আমাদের এখান থেকে শিক্ষাগ্রহণ করতে হবে। কেউ একজন উন্নত হলো, কেউ একজন কেন দেউলিয়া হলো—সেটা নিয়ে ভাবতে হবে।’ 

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনস্টিটিউটের পরিচালক এস এম নাসিফ শামসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ওয়াসিকা আয়শা খান, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের কার্যকরী সদস্য আহসান আদেলুর রহমান আদেল, ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল