হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

চাচাকে কুপিয়ে হত্যার পর নিজ গলায় পোঁচ রিহাবফেরত ভাতিজার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদক নিরাময়কেন্দ্র (রিহাব সেন্টার) থেকে ফেরা এক যুবক তাঁর চাচাকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর নিজের গলা নিজেই কেটে আহত হন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে কাদিরজঙ্গল ইউনিয়নের গাঙ্গাইল পাঠানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক লেবু মিয়া (৮০) পাঠানপাড়া গ্রামের মৃত মেওয়া মিয়ার ছেলে এবং আহত মোস্তাকিন মিয়া (২৫) একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেলে আব্দুর রাজ্জাক লেবু মিয়া তাঁর প্রতিবেশী এবং চাচাতো ভাতিজা মোস্তাকিন মিয়াকে অস্বাভাবিক চলাফেরা করতে দেখে ভালোভাবে এলাকায় চলাফেরা করার জন্য বলেন। এ কথা শুনে মোস্তাকিন উত্তেজিত হয়ে কথা-কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে মোস্তাকিন তাঁর ঘর থেকে দা নিয়ে এসে লেবু মিয়াকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে লেবু মিয়া গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

পরে অভিযুক্ত মোস্তাকিন তাঁর হাতে থাকা দা দিয়ে নিজের গলায় পোঁচ দিলে গলায় গুরুতর জখম হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা এসে লেবুকে মৃত অবস্থায় দেখতে পায়। মোস্তাকিনের গলায় গুরুতর জখম দেখতে পেয়ে দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় ও পুলিশকে খবর দেওয়া হয়।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লেবু মিয়ার মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মোস্তাকিনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে পুলিশি হেফাজতে পাঠানো হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা যায় অভিযুক্ত মোস্তাকিন প্রায় ছয় মাস আগে মাদক নিরাময়কেন্দ্র ছিল। ছোট খাটো বিষয় নিয়ে প্রায়ই মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করত। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা