গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনের সমর্থনে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে ক্যাম্পাস থেকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দূতাবাসের উদ্দেশে এ পদযাত্রা শুরু করা হয়।
তবে পুরান ঢাকার তাঁতিবাজার মোড় পর্যন্ত পদযাত্রাটি যাওয়ার পর পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। পরে পুলিশের অনুরোধে আজ চলমান এসএসসি পরীক্ষা থাকায় পদযাত্রাটি তাঁতিবাজার মোড় থেকে ঘুরে পুনরায় ক্যাম্পাসে এসে একটি সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাসে স্মারকলিপি দেওয়া হয়।
অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক নূর নবী বলেন, ‘মুসলিম বিশ্ব আজ নীরব। অনেক মুসলিম নেতা যেন মোসাদের এজেন্টের মতো কাজ করছেন। আমরা বাংলাদেশ থেকে তাদের উদ্দেশে বলতে চাই—তোমাদের আমরা বয়কট করলাম। পশ্চিমা নেতারা মুখে মানবতার কথা বলেন, অথচ তারাই ফ্যাসাদ সৃষ্টি করে হাজার হাজার মানুষ হত্যা করছে। এই গণহত্যার দায় তাদেরই নিতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র অধিকারের সভাপতি এ কে এম রাকিব বলেন, ‘আমি ইন্টেরিম সরকারকে বলব দেশের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজান, দক্ষ জনবল তৈরি করেন। যাতে আমরা ইসরায়েলি পণ্যগুলোর অলটারনেটিভ খুঁজে পেতে পারি। বিশ্বের মুসলিম নেতাদের উদ্দেশে বলতে চাই, ওয়েক আপ।’
সমাবেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, ‘আজকে স্মারকলিপি দিয়েছি। আগামী সপ্তাহে ফিলিস্তিনে যদি গণহত্যা বন্ধ না হয়, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে বাংলাদেশে জাতিসংঘের যে আবাসিক অফিস রয়েছে সেটা ঘেরাও করতে যাব।’
স্মারকলিপি দিতে যাওয়া প্রতিনিধিদলের নেতৃত্ব থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং শিক্ষার্থী প্রতিনিধিরা গাজায় ইসরায়েলি বাহিনী কর্তৃক গণহত্যা বন্ধ করা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ চারটি দাবি দিয়ে আমরা যুক্তরাষ্ট্র এবং সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান করেছি। এ ছাড়া বাংলাদেশি পাসপোর্টে ‘‘Except Israel’’ পুনঃপ্রতিষ্ঠাসহ সাতটি দাবি সংবলিত একটি স্মারকলিপি আমরা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বরাবর জমা দিয়েছি।’