হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান

গাজীপুর প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

গাজীপুরে বিস্ফোরক দ্রব্য আইনে ৯ বছর আগে করা একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার আরিক এ আদেশ দেন।

মামলায় তারেক রহমান ছাড়াও গাজীপুরের বিএনপি ও জামায়াতের আরও ৬০ নেতা-কর্মী এ মামলা থেকে খালাস পেয়েছেন। এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় দায়ের করা চারটি মামলা থেকে তিনি খালাস পেলেন।

বিবাদীপক্ষের আইনজীবী ও গাজীপুর বারের সাবেক সভাপতি ড. সহিদউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, বাসে পেট্রল বোমা নিক্ষেপে ও নাশকতার অভিযোগ এনে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন জয়দেবপুর থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করেন। আদালতে বিবাদী পক্ষে ড. সহিদউজ্জামান, সিদ্দিকুর রহমান, মুস্তফা কামাল, নাছির উদ্দিনসহ বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

বিবাদী পক্ষের আইনজীবী ড. সহিদউজ্জামান বলেন, এজাহারে তারেক রহমানের নাম ছিল না। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে এ মামলার অভিযোগপত্রে তারেক রহমানকে জড়ানো হয়েছিল।

তিনি আরও জানান, মামলায় দীর্ঘ ৯ বছর শুনানি শেষে ঘটনার সঙ্গে বিবাদীদের কোনো সম্পৃক্ততা না থাকায় এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ২৯ নভেম্বর অপর একটি বিস্ফোরক আইনের মামলায় আদালতের রায়ে তারেক রহমান খালাস পেয়েছিলেন।

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক