হোম > সারা দেশ > ফরিদপুর

নগরকান্দায় চাচার রামদার কোপে ভাতিজা নিহত হওয়ার অভিযোগ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় চাচার রামদার কোপে ভাতিজা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকেলে উপজেলা কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় ১০ ব্যক্তি আহত হয়েছেন। 

হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন। তিনি বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।’ 

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, চাচা সিরাজ কারিকর ও ভাতিজা ওবায়দুর কারিকরের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল। আজ বিকেলে বাড়ির পাশে চাচা-ভাতিজার কথা-কাটাকাটি চলছিল। একপর্যায়ে সিরাজ রামদা নিয়ে ভাতিজার মাথায় কোপ দেন। ভাতিজাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। 

ওবায়দুরের ভাই ফারুক কারিকর বলেন, ‘গত ২৬ এপ্রিল আমার চাচাতো ভাই রবিউল কারিকরের ছেলে মস্তোফা কারিকরের মুসলমানি অনুষ্ঠান করি। এতে চাচা সিরাজকে দাওয়াত দেওয়ার পরও তিনি অনুষ্ঠানে আসেননি। আজ বিকেলে ভাই ওবায়দুর আর চাচা সিরাজ কথা-কাটাকাটি করছিলেন। এমন সময় চাচা রামদা নিয়ে ভাইয়ের মাথায় কোপ দেন। ভাইকে উদ্ধার করতে এগিয়ে গেলে চাচা সিরাজ, আরেক চাচা পাউচা কারিকরের ছেলে আওলাদ, জাহাঙ্গীর সহ আরে ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালান। এতে নারীসহ আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের নগরকান্দা ও মুকসুদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির