হোম > সারা দেশ > ঢাকা

গেন্ডারিয়ায় বিস্ফোরণে দগ্ধ জবি শিক্ষার্থী শাওনের লাশ দাফন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলায় গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মেহেদী হাসান শাওনের (২২) লাশ দাফন করা হয়েছে। আজ শনিবার রাত ১০টার দিকে তাঁর নিজ গ্রামের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের রহিমানপুর গ্রামে লাশ দাফন করা হয়।

আজ শনিবার সকাল ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাওন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

শাওনের বন্ধু মো. হাসান আলী বলেন, শাওন রাজধানীর গেন্ডারিয়া ডিস্ট্রিলারি রোডের একটি মেসে থাকতেন। ঘটনার দিন বাজার করতে গিয়েছিলেন শাওন। বাজার শেষে বাসায় ফেরার সময় ধূপখোলা এলাকায় এলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। তখন তাঁর শরীরে আগুন ধরে যায়। পরে ড্রেনের পানিতে নেমে পড়েন।

এ ঘটনায় বাকি আহতরা হলেন মুদি দোকানদার আব্দুর রহিম (৫০), তাঁর মেয়ে মীম আক্তার (২১) ও নাতি আলিফ (২), ডিমের দোকানদার মো. রাশেদ (৩০), শাড়ির দোকানদার আলী হোসেন (৩০), পথচারী সাহেরা বেগম (৬৫) মো. সোহেল (৪৮) ও মিজানুর রহমান (৩২)।

জানাজায় অংশ নেওয়া জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাওন অত্যন্ত মেধাবী ছিল। এই অকাল মৃত্যুতে তার পিতা-মাতার পাগল প্রায় অবস্থা। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোহাম্মদপুরে ভোরবেলা পিকআপে করে স্বর্ণের দোকানে লুট

রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা