হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদুল আজহার জামাত

প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এবারও হচ্ছে না ঈদুল আজহার জামাত। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

জেলা প্রশাসক জানান, ঈদের নামাজে শোলাকিয়া ঈদগাহে লাখো মুসল্লির সমাগম হয়। তাই করোনা সংক্রমণ যাতে না হয় সে কথা বিবেচনা করে এবারও ওই ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে না।

জেলা প্রশাসক আরও বলেন, শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। বহুতল আবাসিক ভবনের ছাদে যেন ভবনের সবাই মিলে জামাত করেন, সে বিষয়েও আমরা উদ্বুদ্ধ করছি।

উল্লেখ্য, শোলাকিয়া মাঠে করোনা মহামারির কারণে গত ঈদুল ফিতরের জামাতও অনুষ্ঠিত হয়নি। দেশের সর্ববৃহৎ ঈদের জামাতের জন্য এই মাঠের খ্যাতি রয়েছে বহুকাল ধরে। ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে প্রথম সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় 'সোয়া লাখিয়া'। কালের পরিক্রমায় পরবর্তীকালে স্থানটি শোলাকিয়া নামে পরিচিতি পায়।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক