হোম > সারা দেশ > রাজবাড়ী

মীর মশাররফ হোসেনের ১৭৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত 

অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক, কালজয়ী উপন্যাস বিষাদ-সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৫তম জন্মবার্ষিকী আজ। জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দির পদমদীতে লেখকের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলা একাডেমি, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন কলেজ, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

শ্রদ্ধাঞ্জলি শেষে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বাংলা একাডেমির সচিব এ. এইচ. এম লোকমান, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির পরিচালক ডা. কে. এম. মুজাহিদুল ইসলাম ও প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমির উপপরিচালক ড. শাহেদ মুন্তাজ ও ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা।

এ ছাড়া সন্ধ্যায় রাজবাড়ী, ফরিদপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গার লোকশিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে। 

১৮৪৭ সালের এই দিনে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় বাবা সৈয়দ মীর মুয়াজ্জেম হোসেন ও মা দৌলতন নেছার ঘরে তিনি জন্মগ্রহণ করেন মীর মশাররফ হোসেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুরের পদমদীতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাঁকে পদমদীতেই সমাহিত করা হয়। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু