হোম > সারা দেশ > ঢাকা

নারীকে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ডিপজলের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মনোয়ার হোসেন ডিপজল। ছবি: সংগৃহীত

অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তাঁর পিএস মো. ফয়সালের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে বাদী হয়ে এ মামলা করেন ৩৫ বছর বয়সী ওই নারী।

বাদীর জবানবন্দি লিপিবদ্ধ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২ জুন রাজধানীর গাবতলীতে কোরবানির গরুর হাটে অভিনেতা ডিপজলের আগমনের কথা শুনে তাঁর ভক্ত হিসেবে দেখা করতে গিয়েছিলেন ওই নারী। তখন ডিপজল তাঁর পিএসকে বলেন, ‘এই মহিলা এখানে কীভাবে ঢুকল, বের কর এখান থেকে।’

পরে ডিপজলের পিএস ফয়সালসহ সেখানে থাকা ৮ থেকে ১০ জন বাদীকে শারীরিকভাবে হেনস্তা ও মারধর করে রশি দিয়ে টেনে বের করে দেওয়ার চেষ্টা করেন। আহতাবস্থায় ওই নারী বলেন, ‘আমাকে ছাড়, আমি ডিপজল ভাইয়ের কাছে বিচার দেব।’

তখন পিএস বলেন, ‘ভেতরে গেলে ডিপজল ভাই তোকে খুন করে ফেলবেন। ওকে এভাবে মারলে মনের জিদ কমবে না।’ পিএসের নির্দেশে একজন অ্যাসিড নিয়ে আসেন। সেই অ্যাসিড নারীটির ঘাড়ের দিকে ঢেলে দেওয়া হয়।

পরে ৪ জুন থেকে ১১ জুন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নেন ওই নারী। এ ঘটনায় গত ১২ জুন মামলা করতে গেলে ডিপজলের পিএস কল দিয়ে মামলা না করার জন্য হুমকি দেন বলে উল্লেখ করেন তিনি।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে