হোম > সারা দেশ > ঢাকা

মিথ্যা মামলা করায় বাদীর সাজা, আসামি খালাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

প্রতারণার অভিযোগে মিথ্যা মামলা দায়ের করায় মামলার বাদীকে সাজা দিয়ে আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার (৭ মে) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এই রায় ঘোষণা করেন। রায়ে মামলার বাদী রোসানকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্যদিকে মামলার আসামি রোকেয়াকে খালাস প্রদান করা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী আবদুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

রায়ে বলা হয়েছে, মামলার সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আদালত মামলাটিকে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করেন। এরপর আদালত বাদীকে এক দিনের শোকজ নোটিশ দেন এবং ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় এই সাজা দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেছেন, এই ধরনের রায় সমাজে মিথ্যা মামলার বিরুদ্ধে একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

জানা যায়, নবাবগঞ্জ উপজেলার নাওপাড়া ইউনিয়নের ব্রাহা গ্রামের বাসিন্দা রোসান ২০২১ সালে স্থানীয় আরেক নারী রোকেয়ার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছিলেন। মামলায় অভিযোগ করা হয়, ২০১৭ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে রোকেয়া বাদীর কাছে থেকে ২৩ লাখ ৯০ হাজার টাকা ধার নেন। পরে এই টাকা ফেরত চাইলে আসামি রোকেয়া বাদীকে টাকা ফেরত না দিয়ে হত্যার হুমকি দেন।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা