হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে ৮ মামলার দুর্ধর্ষ চোর আব্দুল আজিজ গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

রেলওয়ে পুলিশের হাতে গ্রেপ্তার চোর আব্দুল আজিজ (৫৫)। ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে আট মামলার দুর্ধর্ষ ও ওয়ারেন্টভুক্ত চোর আব্দুল আজিজকে (৫৫) গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল সোমবার (৫ মে) রাতে তাঁকে বিমানবন্দর রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (৬ মে) ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া চোর আব্দুল আজিজ কক্সবাজারের টেকনাফ উপজেলার ওযাইক্কা পাড়া পামখালী হ্নীলা গ্রামের হাফেজ আব্দুর রশিদের ছেলে।

এসপি আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফ থানার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আটটি চুরি ও ছিনতাই মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসপি আনোয়ার বলেন, ‘গ্রেপ্তার হওয়া আজিজ একজন কুখ্যাত চোর ও ছিনতাইকারী। সে দীর্ঘদিন যাবৎ রেলস্টেশন, লঞ্চ স্টেশনসহ বিভিন্ন জনাকীর্ণ স্থানে ভিড়ের মধ্যে যাত্রীদের পকেট মার ও চুরির সঙ্গে জড়িত।’ তিনি আরও জানান, আসামি আব্দুল আজিজের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদকসংক্রান্ত আটটি মামলা রয়েছে।

এই ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন