হোম > সারা দেশ > ঢাকা

ট্রেনের ছাদে ছিনতাই, চাকুসহ একজন গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ট্রেনের ছাদে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার আলাউদ্দিন। ছবি: ঢাকা রেলওয়ে পুলিশ

‎গত ৪ অক্টোবর রাতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল সোমবার রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে আলাউদ্দিন (১৯) নামের ওই তরুণকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাকুসহ গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে এ তথ্য জানান ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।

পুলিশ সুপার জানান, গত ৬ অক্টোবর গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে খিলগাঁও এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ৪ অক্টোবর রাতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাকুটি খিলগাঁও রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আলাউদ্দিনের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে, যার মধ্যে হত্যার মামলাও রয়েছে বলে জানান এসপি আনোয়ার হোসেন। ‎

‎এর আগে একই ছিনতাইয়ের ঘটনায় নজরুল নামের আরেকজনকে ঘটনাস্থল থেকে একটি লুণ্ঠিত মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় আরও যারা জড়িত, তাদের শনাক্ত ও মালামাল উদ্ধারে অভিযান চলছে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে