নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৪৫৫টি মোবাইল ফোনসহ ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩। বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ১৮ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বনগ্রাম এলাকার মো. জাহাঙ্গীর, কুষ্টিয়ার দৌলতপুরের মথুরাপুর এলাকার মো. সাজু মণ্ডল, শরীয়তপুরের নড়িয়ার চাকদহর এলাকার মো. জাকির হোসেন, চাঁদপুর সদরের গুলিশা এলাকার মো. রাসেল মিঠু এবং চাঁদপুরের মতলবের মান্দারতলা এলাকার মোক্তার হোসেন।
শুক্রবার র্যাব-৩ এর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো. খায়রুল কবীর বলেন, ‘এই ছিনতাইকারী চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে নিরীহ পথচারী, রিকশারোহী ও বাসস্ট্যান্ডে আগত যাত্রীদের নিকট থেকে মোবাইল ফোন ছিনতাই করে আসছিল। ছিনতাইকৃত মোবাইল তাঁরা নিজেদের নিকট রেখে দিয়ে পরে সুযোগ বুঝে তা বিক্রি করত।’
সহকারী পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতরা তাঁদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ বিষয়ে র্যাব-৩ এর পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের হস্তান্তর করেছে।