গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার সকালে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ছোটন শর্মা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে স্থানীয়রা টঙ্গীর নতুন বাজার এলাকায় রেললাইনের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে দেখতে পায়নি। তার আগেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ থেকে ওই ব্যক্তির মৃত্যুর খবর পায় পুলিশ। ওই যুবক কোন ট্রেনে কাটা পড়ে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।