হোম > সারা দেশ > মানিকগঞ্জ

আরিচা-কাজিরহাট নৌপথে ৩৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু। ছবি: আজকের পত্রিকা

যমুনা নদীতে নাব্য সংকটের কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাটের মধ্যকার নৌপথে ৩৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই পথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) এই তথ্য জানিয়েছে। এর আগে গত শুক্রবার রাত ১০টার থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে আরিচা ফেরিঘাট থেকে একটি ফেরি লোড দিয়ে কাজিরহাট ফেরিঘাটের উদ্দেশ্যে আরিচা ঘাট ছেড়ে যায়। দীর্ঘ সময় নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় ফেরিঘাট এলাকায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আটকে পড়ে। দুপুরে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যমুনা নদীর মধ্যে বেশ কয়েকটি স্থানে ডুবোচরের সৃষ্টি হয়, যে কারণে ফেরি চলাচলে সমস্যা হয়। ডুবোচর ও মাটি জমায় নৌ-চ্যানেল সরু হয়ে যায়। ফলে দেখা দেয় নাব্য সংকট। এ অবস্থায় গত শুক্রবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে নৌ-চ্যানেল ড্রেজিং করায় আজ দুপুর থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, নাব্য সংকটের কারণে শুক্রবার রাত থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যমুনা নদীতে নাব্যতা রক্ষার্থে ড্রেজিং করায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এ জন্য আজ ফেরি চলাচল শুরু করা হয়েছে। নৌপথের উভয় ঘাট থেকে ফেরি ছাড়া হয়েছে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক