রাজধানীর উত্তরখানে অজ্ঞাতনামা গাড়ির চাপায় একজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। উত্তরখানের মৈনারটেক এলাকায় আজ শুক্রবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আলী হোসেন (৫৩) গাজীপুরের কালীগঞ্জের সেনপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি একটি সিকিউরিটি কোম্পানিতে সিকিউরিটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, অজ্ঞাতনামা একটি গাড়ি চাপা দিলে প্রথমে তাঁকে নিকটস্থ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গাড়িটি শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ দেখা হবে।