হোম > সারা দেশ > ঢাকা

বিএসএমএমইউর ভিসি হচ্ছেন অধ্যাপক ডা. দীন মোহাম্মদ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরবর্তী উপাচার্য হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ। শিগগিরই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।

আজ সোমবার বেলা ৩টার দিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সংশ্লিষ্টদের এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন বলে তাঁর দপ্তরের একটি সূত্র নিশ্চিত করেছে।

নিয়োগের পর তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন। ২৮ মার্চ শারফুদ্দিন আহমেদের মেয়াদ শেষ হচ্ছে। 

আজ দুপুরে মন্ত্রণালয় থেকে এ তথ্য ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। পরিচয় প্রকাশে অনিচ্ছুক একাধিক অধ্যাপক বলেন, একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান প্রতিষ্ঠানের জন্য অবমাননাকর।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে এমন কাউকে নিয়োগ দেওয়া উচিত, যিনি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন, পর্যায়ক্রমে প্রতিটি ধাপ অতিক্রম করে অধ্যাপক হয়েছেন, মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নিবিষ্ট।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইনে অবশ্য উপাচার্য হওয়ার জন্য কোনো শর্ত উল্লেখ করা হয়নি। আইনের ধারা-১২-তে বলা হয়েছে, ‘চ্যান্সেলর কর্তৃক নির্ধারিত শর্তে, চিকিৎসা শাস্ত্রে অধ্যাপনায় পর্যাপ্ত অভিজ্ঞতাসম্পন্ন কোনো ব্যক্তিকে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা তিন বছর মেয়াদের জন্য ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করবেন। (বাংলাদেশ গেজেট অতিরিক্ত, এপ্রিল ৫, ১৯৯৮)। তবে সম্প্রতি আইন সংশোধন করে উপাচার্যের মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে চার বছর করা হয়েছে। 

উপাচার্য হওয়ার খবরে অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক গণমাধ্যমে বলেন, ‘কিছুক্ষণ আগেই আমি জানতে পেরেছি। প্রধানমন্ত্রী বিরাট আশা নিয়ে আমাকে এই দায়িত্ব দিচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে একটা বেস্ট ইনস্টিটিউট করার লক্ষ্যে আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আমি সেই চেষ্টাটাই করব। উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমি চাইব যেন প্রতিষ্ঠানটি মানবসেবায় বাংলাদেশে শ্রেষ্ঠতম অবদান রাখতে পারে। এমনকি বিশ্বের দরবারে যেন প্রতিষ্ঠানটি মাথা উঁচু করে দাঁড়াতে পারে।’

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন