হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ৫ খুন: আসামি মাহফুজের মৃত্যুদণ্ড বহাল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকায় ৫ বছরের শিশুসহ একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় একমাত্র আসামি মাহফুজকে দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আসির করা আপিল খারিজ করে আজ বুধবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সুজিত চ্যাটার্জি বলেন, আদালত বলেছেন এই আসামি একের পর এক ৫টি খুন করেছে। সে ঠাণ্ডা মাথার খুনি। এ ধরনের আসামিকে অনুকম্পা দেখানোর সুযোগ নেই। তাহলে সমাজে খারাপ বার্তা যাবে। 

এর আগে ২০১৭ সালের ৭ আগস্ট পাঁচ হত্যা মামলার রায়ে একমাত্র আসামি মাহফুজকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স পাঠানো হয় হাইকোর্টে। অপরদিকে খালাস চেয়ে আপিল করেন আসামি মাহফুজ।

জানা গেছে, ২০১৬ সালের ১৬ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকা থেকে তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ছোট ভাই মোরশেদুল (২২) ও তার জা লামিয়ার (২৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে তার ভাগ্নে মাহফুজসহ তিন জনের নামে মামলা করেন। বিচার শেষে ওই মামলায় একমাত্র আসামি মাহফুজকে মৃত্যুদণ্ড দেন আদালত।

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার