হোম > সারা দেশ > ঢাকা

রাতে শেখ সেলিমের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ

আজকের পত্রিকা ডেস্ক­

বৃহস্পতিবার দিবাগত রাতে শেখ সেলিমের বাড়িতে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমের বনানীর বাসায় ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

রাজধানীর বনানী থানার এসআই নাজমুল হাসান আগুনের বিষয়টি নিশ্চিত করেন। তবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার জানান, তাঁরাও আগুনের খবর পেয়েছিলেন, কিন্তু নিরাপত্তাজনিত কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। গত বুধবার ছিল তাঁর সরকারের পতন ও দেশত্যাগের ছয় মাস পূর্তি। এদিন রাতেই ব্যাপক ভাঙচুরের পর ৩২ নম্বরে ভেতরে পোড়ার মতো যা কিছু আছে, তাতে ফের আগুন দেওয়া হয়। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গত বুধবার রাতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ির অর্ধেকের বেশি অংশ গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র–জনতা।

শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের পর বুধবার রাতে খুলনায় ‘শেখ বাড়ি’ ভাঙচুর করা হয়। এরপর কুষ্টিয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হানিফের বাড়িতে হামলা চালানো হয়। গত দুই দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কমপক্ষে ১৩টি বাড়ি ও বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের সদস্যদের অর্ধশত ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। আওয়ামী লীগের সাতটি কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগানো হয়।

কেরানীগঞ্জে ট্রাফিক পুলিশকে মারলেন অটোচালক

ঢাকায় মা-মেয়ে খুন: আগের চুরির সূত্র ধরেই গ্রেপ্তার হন আয়েশা

রাজধানীর লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন

উত্তরখানে ছুরিকাঘাতে খুন করে অটোরিকশা ছিনতাই

এই সরকার আমার কাঙ্ক্ষিত, উৎখাতের পরিকল্পনা কেন করব–আদালতকে শওকত মাহমুদ

কর কর্মকর্তা মির্জা আশিক ও সিটি ব্যাংক কর্মকর্তা সারোয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কেরানীগঞ্জ থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর সূত্রাপুরে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার, ৪০ কোটি টাকা রাজস্ব হারাবে সরকার: প্রেস সচিব

ঢাবি শিক্ষকদের হেনস্তার পর ধাওয়া দিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক