হোম > সারা দেশ > ঢাকা

বিদেশে যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম। ফাইল ছবি

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তাঁর স্ত্রী আরজুদা করিমের বিদেশ গমনের অনুমতি দেওয়া হয়েছে। গত রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই অনুমতি দেন।

দুর্নীতির অভিযোগ থাকায় এক মাস আগে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। তাঁদের পক্ষে ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন শুনানি করেন। ব্যারিস্টার মামুন আজ সোমবার জানান, চিকিৎসা ও ওমরাহ পালনের জন্য সৌদি আরব গমনে অনুমতি চেয়ে আবেদন করেন ওবায়দুল করিম, তাঁর স্ত্রী আরজুদা করিম ও তাঁর মেয়ে জেরিন করিম। শুনানি শেষে আদালত ওবায়দুল করিম ও তাঁর স্ত্রীর বিদেশ গমনের অনুমতি দেন।

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওবায়দুল করিমসহ পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেন একই আদালত।

পরে ১০ মার্চ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অভিযুক্ত ওবায়দুল করিম, তাঁর পরিবারের সদস্য ও স্বার্থসংশ্লিষ্টদের নামে ময়মনসিংহ ও মুন্সিগঞ্জ জেলায় থাকা ৪৩ দশমিক ২৫ একর জমি ক্রোকের আদেশ দেন আদালত, যার দলিলমূল্য দেখানো হয়েছে ২ কোটি ৯০ লাখ ৯১ হাজার টাকা।

এ ছাড়াও অভিযুক্ত ব্যক্তিদের নামে রাজধানীর গুলশান এলাকায় থাকা প্রায় ৪ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেওয়া হয়। তা ছাড়া ওবায়দুল করিম ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংকের ৩১টি হিসাবে থাকা ২০ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৬৫৮ টাকা এবং ৬ হাজার ৫৭৫ ডলার অবরুদ্ধেরও আদেশ দেওয়া হয়।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’