হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় ৯ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে থানা এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মনোয়ার জুট মিলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। 

 ৯ জনকে গ্রেপ্তারের বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মনোয়ার জুট মিলের সাখাওয়াত হোসেন শওকত (৪২), মো. মাসুম (৩৫), মো. মাসুম ভূঁইয়া (৩৫), মো. সুজন (৩২), মো. রিদয় (২১), মো. ফরহাদ (২০), সুমন (১৮), সুজন (২০) ও মোহাম্মদ অহিদ (৩৫)। 

পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি করছে এমন সংবাদ পায় সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। এ সময় উপপরিদর্শক (এসআই) কামরুল হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ওই চক্রের ৯ সদস্যকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় কয়েকজন কৌশলে পালিয়ে যান। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘একটি ডাকাত চক্রের ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবরে অভিযান চালাই। এ সময় ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবাই ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হবে।’

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ