হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় ৯ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে থানা এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মনোয়ার জুট মিলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। 

 ৯ জনকে গ্রেপ্তারের বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মনোয়ার জুট মিলের সাখাওয়াত হোসেন শওকত (৪২), মো. মাসুম (৩৫), মো. মাসুম ভূঁইয়া (৩৫), মো. সুজন (৩২), মো. রিদয় (২১), মো. ফরহাদ (২০), সুমন (১৮), সুজন (২০) ও মোহাম্মদ অহিদ (৩৫)। 

পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি করছে এমন সংবাদ পায় সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। এ সময় উপপরিদর্শক (এসআই) কামরুল হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ওই চক্রের ৯ সদস্যকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় কয়েকজন কৌশলে পালিয়ে যান। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘একটি ডাকাত চক্রের ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবরে অভিযান চালাই। এ সময় ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবাই ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হবে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির